সিয়ামের পরিচয়
- মিজান নকীব ২৭-০৪-২০২৪

সিয়াম মানে শেষ রাতে শুধু
সেহরি খাওয়া নয়,
সারাদিন শুধু উপোস রলেই
সিয়াম কি কভু হয়?

সিয়াম মানে নয়তো শুধু
ইফতার আয়োজন,
সিয়ামের মাঝে তাকওয়া তোমার
বড়ই প্রয়োজন।

সিয়াম মানে প্রভুর তরে
জীবন বিলিয়ে দেয়া,
সিয়াম মানে পাপ পথ হতে
নিজেকে গুটিয়ে নেয়া।

সিয়াম মানে বখিলতা হতে
হৃদয় রাখা মুক্ত,
সিয়াম মানে সুখে দুঃখে হওয়া
সবার সাথে যুক্ত।

সিয়াম মানে নিজেকে গড়ার
সুবিশাল আয়োজন,
তাই সিয়ামের মাসে নিজেকে শুধরানো
বরই প্রয়োজন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।